গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167341 বার পড়া হয়েছে,
বর্বরতার পাহাড় চূঁড়োয়
রাসুল এলেন শান্তি নিয়ে
মক্কাবাসীর হৃদয় ছুঁলেন
আলামিনের দন্ড দিয়ে।
সত্য-ন্যায়ের মশাল জ্বেলে
মানুষ ডাকেন হকের পথে
হিংসা ভুলে আরব-বেদুইন
উঠলো সবাই শান্তিরথে।
মরুর বুকে ফুটিয়ে দিলেন
মানবতার সুগন্ধী ফুল
প্রেমের বানী ছড়ায় বাতাস
বিশ্ববাসী হলো আকুল।
রাসুল নামের আলোর গ্রন্থ
পাঠে পাঠেই বাড়ায় জ্ঞান
পাঠে পাঠেই শান্তি-শান্তি
পাঠে পাঠেই গলবে পাষাণ।
—মো.মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া
(মো. মনির হোসেন এর ফেইসবুক থেকে নেয়া)