সানাউল্লাহ রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিড টাউনের সাধারণ সম্পাদক নিযুক্ত

ব্রাহ্মণবাড়িয়া, 4 July 2025, 24 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : তরুণ উদ্যোক্তা, ব্যাবসায়ী ও স্বপ্নবাজ উদ্যোমী সমাজকর্মী রোটারিয়ান মোঃ সানাউল্লাহ রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি আগামী রোটারি বর্ষ ২০২৫-২৬ অর্থ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মোঃ বিল্লাল খান।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শহরের মসজিদ রোডে অবস্থিত গ্রান্ট এ মালেক কনভেনশন হলে ক্লাবের এক গুরুত্বপূর্ণ সভায় আনুষ্ঠানিকভাবে ২৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হলে ক্লাবের সকল সিনিয়র সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে এই কমিটি গঠিত হয়। সবার উৎসবমুখর অংশগ্রহণে প্রানবন্ত এই অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্যসহ মোট ৩২ জন রোটারিয়ান উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষনার পর একজন উদ্যমী ও স্বপ্নবাজ তরুন হিসেবে রোটারি ক্লাবের মতো আন্তর্জাতিক সংগঠনের প্লাটফর্মে যুক্ত থেকে বৃহত্তর পরিসরে সবাইকে নিয়ে দেশ তথা সমাজের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেছেন। সানাউল্লাহ রোটারী ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সাথে যুক্ত থেকে কাজ করা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থেকে মানবিক কাজ করে চলেছেন। অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও
তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও বেশি ত্বরান্বিত ও সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ থাকে যে, রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সমাজসেবামূলক, স্বাস্থ্যসেবামূলক ও শিক্ষা সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সামাজিক এসব কার্যক্রম আরও বেশি আলোর মুখ দেখবে ও বিস্তৃতি লাভ করবে।