নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের পরপরই চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় এক বৃদ্ধ আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর শত শত নেতাকর্মী ঘটনাস্থল ত্যাগ করেন। তবে বেলা পৌনে একটার দিকেও সম্মেলনের কার্যক্রম চলছিল।
বেলা সোয়া ১২টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ মঞ্চে ওঠার পরপরই উপস্থিতদের একাংশের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় তাদের শান্ত থাকার জন্য বার বার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।
পরে সম্মেলন উদ্বোধনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, এবাদুল করিম বুলবুল এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।