ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া, 7 April 2025, 23 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জুড়ে দিনভর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল নাগাদ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি করা হয়।
সকালে তৌহিদী জনতা ও সাধারন ছাত্রদের ব্যানারে ট্যাঙ্কের পাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাউতলীতে গিয়ে শেষ হয়। মুক্ত মঞ্চ থেকে আহলে সুন্নাতুয়াল জামায়াতের (যুব সুন্নী সংগঠন) উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে ব্রাহ্মণবাড়িয়া নাসিং ইনস্টিটিউট। এরপরই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একইস্থানে বিক্ষোভ সমাবেশ করে। দুপুরে হেফাজত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। আখাউড়ায় মডেল মসজিদ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক বাজার এসে শেষ হয়। কসবা উপজেলার বিভিন্নস্থানে বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।