পুলিশের পৃথক বিশেষ অভিযানে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার ৩ জন আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 9 November 2024, 25 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার ৩ জন আসামী গ্রেফতার।

শনিবার (৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার ৩ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ হাসান উদ্দিন (৫৩) নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য, মোঃ সেলিম (৬১) সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মরহুম আল-মামুন সরকার এর সমর্থক এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, মোঃ ইসরাইল মিয়া (৫০) পৌরশহরের বিরাসার ওয়ার্ড আওয়ামীলীগের বর্তমান সেক্রেটারী।
পরবর্তী গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।