বিজয়নগরে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 10 December 2023, 74 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পালিয়ে থাকা মো. মহসিন (৩৫) নামের যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার রমজান মিয়ার ছেলে।
বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) শরীফুল ইসলাম জানান, রমজান কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামী ছিলেন। গত ২০ আগস্ট আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এই রায়ের পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে।