কসবায় ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়া, 30 March 2025, 8 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুল চিকিৎসায় শাকিবা আক্তার (২০) নামে এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধায় কসবা পৌর শহরের নতুন বাজারে অবস্থিত বেসরকারি জমজম হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শাকিবা আক্তার উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকার বাচ্চু মিয়ার মেয়ে ও পৌর শহরের গঙ্গানগর গ্রামের সাদেক হোসেনের স্ত্রী। প্রসুতির মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতালের লোকজন পালিয়ে গেলে হাসপাতালে ভাংচুর চালায় মৃত প্রসুতির স্বজন ও স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত প্রসূতির পরিবার জানায়, শুক্রবার সকালে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় শাকিবাকে জমজম হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে শাকিবার সিজার করেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি কন্যা সন্তান প্রসব হয়। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পর শাকিবার দেহ নিস্তেজ হতে থাকে। পরিবারের লোকজন হাসপাতল কর্তৃপক্ষ ও চিকিৎসককে খবর দিলে তারা শাকিবার মৃত্যুর বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে সটকে পড়ে। পরে বিকেল ৫টার দিকে উত্তেজিত স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে ভাংচুর চালায় ।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।