পীরে কামেল শাহ্সুফি ফতেহ আলী (রহঃ) এর দৌহিত্র আলহাজ নুরুল আমিন এর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া, 21 August 2022, 167 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ফাতেহিয়া দরবার শরীফের মরহুম পীরে কামেল শাহ্সুফি ফতেহ আলী (রহঃ) এর দৌহিত্র আলহাজ¦ মো. নুরুল আমিন (৫৮) গত বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—— রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা রেখে গেছেন। গত শুক্রবার বাদ মাগরিব ঢাকার মোহাম্মদপুর বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। শনিবার বাদ জোহর কসবা উপজেলার খাড়েরা কেন্দ্রীয় জামে প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন তাঁর বড় ছেলে মাওলানা হাফেজ আবুল ফাতাহ মো. নুরুন্নবী আবরার। মরহুম আলহাজ¦ নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাড়েরা ফাতেহিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব মরহুমের চাচা মাওলানা মোখলেছুর রহমান। জানাযায় এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।