ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় বিনা অনুমতিতে ৬ তলার বেশি বহুতল ভবন নির্মাণ করার অভিযোগে ৪টি ভবন মালিককে ৩৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৫ জুলাই) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (নেজারত) কিশোর কুমার দাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কিছু জায়গায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ৬তলার উপর বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আজ মৌলভীপাড়া, মুন্সেফপাড়া, পূর্ব পাইকপাড়ায় ও হালদারপাড়ায় ৪টি ভবন অবৈধভাবে ৬তলার উপরে নির্মাণ করায় তাদের মোট ৩৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৩টি ভবনকে ১০ লক্ষ টাকা করে এবং একটি ভবনকে ৮লক্ষ টাকা জরিমানা করা হয়। তারা সবাই জরিমানার টাকা আদায় করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন বলেন, অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়ে জেলা ভূমি-ইমারত নির্মাণ কমিটিতে আলোচনা হয়। বিষয়টি জেলা প্রশাসনের কমিটি দেখে। অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাথে আমার একজন উপসহকারী প্রকৌশলী ছিল।