মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা প্রিন্সিপাল মাওলানা হাফেজ কাউসার আহমেদের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১০টার দিকে ভাদুঘর ভূইয়া পাড়ার অবস্থানরত অসহায় ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা প্রিন্সিপাল মাওলানা হাফেজ কাউসার আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মোবারক হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক জুনায়েদ হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবুল বাসার ভূইয়া, এমএইচ সুজন ও আসিফ সালমান প্রমূখ।