মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : মৌলভীবাজার জেলার চাঞ্চল্যকর কষক আত্মহত্যা প্ররাচনা মামলার প্রধান আসামীসহ এজাহার নামীয় ৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র্যাব-৩ এর যৌথ অভিযানে (২১ নভম্বর) আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় ঢাকার মতিঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-০৭/৩৩৩, তারিখ-০৪/১১/
২০২৪ খ্রিঃ ধারা-১০৯/৩২৩/৫০০/৩০৬
পেনাল কোড) মূল মৌলভীবাজার জেলার চাঞ্চল্যকর কৃষক আত্মহত্যা প্ররাচনা মামলার প্রধান আসামীসহ এজাহার নামীয় ৬ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ইফসুফ (৩৮), পিতা- আরজু মিয়া, গ্রাম- আটঘর, হাবিব মিয়া (২০), পিতা- হাছন মিয়া, গ্রাম- আটঘর, ফরিজা খাতুন (৫০), স্বামী- মৃত আছাব আলী, গ্রাম- আটঘর, আশরাফ উদ্দিন (৫০), গ্রাম-আগনসী, মোহসিন (৪২), পিতা- মৃত মোনর মিয়া, গ্রাম- আটঘর, এবং জাকির হোসন মেম্বার (৪০), পিতা- মালধার মিয়া, গ্রাম-পাচাউন, শ্রীমঙ্গল, সর্ব জেলা- মৌলভীবাজার।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।