ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আপন বড় ভাইয়ের ঘুষিতে সায়েদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে মৃতের লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে নাসিরনগর থানা পুলিশ। সায়েদ মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের মৃত মালু মিয়ার ছেলে।
সোমবার (২৩ মে) রাত ১০ টার দিকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় সায়েদ মিয়া মারা যায়।
সায়েদ মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন জানান, গতকাল সোমবার বিকেলে বাড়িতে সায়েদ মিয়া গরুর খড় নিয়ে যাচ্ছিলেন। এসময় বড় ভাই সাহেদ মিয়ার সাথে সায়েদ মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এসময় সাহেদ মিয়া তার ছোট ভাই সায়েদ মিয়াকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে বিশ্বরোড এলাকায় মারা যান।
এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ সরকার জানান, দুইভাইয়ের মধ্যে খড় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সায়েদ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে।