সরাইলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 2 July 2025, 54 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাকশিমুল ইউনিয়নে আনন্দঘন পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পহেলা জুলাই বিকালে স্থানীয় তেলিকান্দি একতা যুব সংগঠনের উদ্যোগে তেলিকান্দি চকবাজার এলাকায় এ খেলার আয়োজন করা হয়৷

পাকশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হামিদ ভূইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস. এন. তরুণ দেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহম্মেদ সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নুর আলম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, সরাইল সরকারি কলেজের সাবেক সাধারন সম্পাদক মো. শামীম খান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, উপজেলা তরুণ দলের আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদেক প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা রবিন আহমেদ ফারুক।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পাকশিমুল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী, সদস্য সচিব আমান উল্লাহ শিপন সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত খেলায় অংশগ্রহণ করেন তেলাকান্দি পূর্ব পাড়া বনাম পশ্চিম পাড়া । পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এসএন তরুণ দে।