ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ-পোশাক

ব্রাহ্মণবাড়িয়া, 30 March 2025, 34 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের আগে নিজেদের পছন্দমত ঈদ-পোশাক উপহার হিসেবে পেয়েছেন অর্ধ-শতাধিক এতিম, ছিন্নমূল, প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিত শিশুরা।
‘আমরাও চাই ঈদের খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এইচ, এম জাকারিয়া জাকিরের উদ্যোগে, ‘জনতার খবর’ এর আয়োজনে, কোহিনূর আক্তার প্রিয়া’র তত্বাবধানে, ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সহায়তায় তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের পুরাতন জেলখানা প্রাঙ্গণে ‘পথকলিদের পাঠাশালা’র এতিম, প্রতিবন্ধী, প্রকৃত ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে তাদের পছন্দমত থ্রিপিস, শার্ট-প্যান্ট, টি-শার্ট বিতরণ করা হয়।
নিজেদের পছন্দের কাপড় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশুরা। কারো কারো চোখে ছিল আনন্দের অশ্রধারা।
এ সময়, জনতার খবর এর সম্পাদক ‘আদিত্ব্য কামাল’, ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ পথকলিদের পাঠাশালা’র শিক্ষিকা ফাতেমা কানিজ ফিবা ও নূসরাত উপস্থিত ছিলেন।