নাসিরনগরে ট্রাক্টর চাপায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 16 March 2022, 205 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর চাপায় যাত্রীবাহী ইজিবাইকের দুই যাত্রী নিহত ও অপর তিন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধনকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের সমুজ আলী শাহ’র ছেলে আলী শাহ (৬০) ও একই এলাকার দেওয়ান আলী শাহ’র ছেলে করিম শাহ (৫২)। আহতরা হলেন- মো. মাইনুদ্দিন-(৪০), মাহফুজ মিয়া (৫০) ও  মারিয়া জান্নাত (১০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহি একটি ইজিবাইক উপজেলা সদরে আসার পথে ধনকুড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আলী শাহ মারা যান ও চারজন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর আহত করিম শাহ মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।