কসবায় কাউন্সিলর রঙ্গু মিয়ার হুমকি ‘জবাই করে ফেলব’

ব্রাহ্মণবাড়িয়া, 19 May 2024, 47 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে নিজের সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা দেয়ার পাশাপাশি অপর প্রার্থীদের ও সমর্থকদের জবাই করার হুমকি দিয়েছেন এক পৌর কাউন্সিলর। শনিবার ১৮ মে কসবা উপজেলা সদরের তাতৈয়া গ্রামে অনুষ্ঠিত জনসভায় কসবা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রঙ্গু মিয়া চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভূইয়া জীবনের পক্ষে এ হুমকি দেন। এ ঘটনায় শঙ্কা প্রকাশ করে রোববার ১৯ মে দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অপর প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যার প্রার্থী সাইদুর রহমান স্বপন।
চেয়ারম্যান প্রার্থী জীবন ও স্বপন- দুইজনই আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন। এদের মধ্যে স্বপন আইনমন্ত্রীর ফুফাতো ভাই আর জীবন মন্ত্রীর সাবেক এপিএস।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৯টায় কসবা উপজেলা সদরের তাতৈয়া গ্রামে চেয়ারম্যান প্রার্থী জীবনের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দিতে গিয়ে কসবা পৌরসভার কাউন্সিলর রঙ্গু মিয়া আনারস প্রতীকের বাইরে ভোট দিলে জবাই করার হুমকি দেন। জীবন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় প্রার্থী জীবনও সভায় উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে উল্লেখ করে নির্বাচনের সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে কাউন্সিলর রঙ্গু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান স্বপন।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর রঙ্গু মিয়া বলেন, আমি চেয়ারম্যার প্রার্থী জীবন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরের সমর্থক। কিন্তু অপর চেয়ারম্যান প্রার্থী স্বপন ও সমর্থকদের উদ্দেশ্য করে কোনো হুমকি দেইনি। বরং তারা বলেছে যে মাঠ দখল করবে, আমি বক্তব্যে বলেছি- মা-বোনদের নিয়ে ভোটকেন্দ্রে যাব, কাউকে কেন্দ্র দখল করতে দিব না। ভোটের মাধ্যমে যে পাশ করে! সভায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, আমি জবাই করে ফেলব- এমন কোনো বক্তব্য দেইনি।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।