ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এতিম শিশু, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মাদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফুর রহমান (কনক রাসেল), এনামুল হক রিমন, শিক্ষক জিয়াউল ইসলাম খাইরুল, মো. আরিফ চৌধুরী।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার
আফজাল আহমেদ তানভীর, ছালিম আহমেদ মৃধা, আতাহারুল ইসলাম আশ্রাফ প্রমুখ।
জানুয়ারী ১ তারিখ হতে নিয়মিত বিরতি দিয়ে জেলার বিভিন্ন উপজেলায় ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ তাঁদের সামর্থ্য অনুযায়ী অসহায়, এতিম শিশু ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। আজও এ সামাজিক সংগঠনটি বিশেষ শিশুসহ অর্ধশতাধিক মানুষকে শীতের উপহার সরবরাহ করেছে।