শিল্পী সমীরণ দত্তের ৫৩তম জন্মদিন পালিত

সারাদেশ, 3 December 2021, 463 বার পড়া হয়েছে,
মো. রুহুল আমিন : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্রামে মন বাগানের প্রতিষ্ঠাতা শিল্পী সমীরণ দত্তের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে। সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে শিল্পীর জন্মদিন পালন করা হয়। ২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় মন বাগানে শিল্পীর জন্মদিন পালন করেন শিল্পীর পরিবারের সদস্যগন। জন্মদিন উপলক্ষে শিল্পীর গড়া মন বাগানে তার পরিবারের সদস্যগন কেক কেটে পরিবারের সদস্যগন শিল্পীকে মিষ্টিমুখ করান। এসময় শিল্পী সমীরণ দত্তও উপস্থিত পরিবারের সদস্যদেরকে কেক দিয়ে মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের বাহিরের কেউ আমন্ত্রিত ছিলেন না।
শিল্পী সমীরণ দত্ত ১৯৬৮ সালের ২ ডিসেম্বর এক সভ্রাম্ত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অবনী মোহন দত্ত ও মায়ের নাম ছবি রাণী। বাবা-মায়ের ছোট ছেলে সমীরণ দত্ত। বোর্ডে মেধার স্বাক্ষররাখা সমীরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি গতানুগতিক কোন চাকুরী না করে মানুষের ফেলে দেয়া গাছের শিকড়-গুড়ি দিয়ে তৈরি করছেন শৈল্পিক কারুকাজ খচিত আকর্ষণী শো-পিস ও তৈজসপত্র। ইতিমধ্যে সমীরণ দত্তের করা কাজ দেখার জন্য চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ পরিদর্শনে আসছেন। সমীরণ দত্তের করা কাজ নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া গুরুত্ব দিয়ে ইতিমধ্যে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে শিল্পীর ১০টি প্রদর্শনী প্রদর্শিত হয়েছে। জাতীয় পর্যায় থেকে দৃষ্টি পাওয়া গেলে নিকট ভবিষ্যতে শিল্পী সমীরণ দত্তের কাজের জন্য আন্তর্জাতিক পরিসরে পুরস্কৃত হবার সমূহ সম্ভাবনা রয়েছে।