
এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা থেকে ছেড়ে আসা (৩৪ নং) তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় একটি ড. বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে করে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তালশহর রেলওয়ের স্টেশন মাস্টার এস এম. নাজমুল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাত্রা বিরতি দিয়ে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসে । এর মধ্যে তালশহর নতুন বাজার রেল- গেইট এলাকা অতিক্রম করে স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটির ড. বগির একটি চাকা লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রাম অভিমুখী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দ্রুতই লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলমান আছে বলে জানান, তালশহর রেল-স্টেশনের মাষ্টার এস. এম. নাজমুল হোসেন।