
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউআরসি প্রশিক্ষক এ. এস. এম. ইকবাল, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহাদৎ হোসেন, প্রধান শিক্ষক আবুল হাসনাত, শিক্ষক মাহমুদা সুলতানা, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম ও অভিভাবক প্রতিনিধি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।