সরাইলে মুক্তিযুদ্ধোর স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 1 March 2022, 172 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন, মুক্তিযুদ্ধোর স্মৃতিচারণ ও এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।পরে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

এ উপলক্ষে আজ ১মার্চ বিকাল ৫ ঘটিকায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

অনু্ষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ মুজিবুর রহমান। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাংবাদিক মোঃ আইয়ুব খান।

অনু্ষ্ঠানটি পরিচালনা করেন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদ্য বিজয়ী মেম্বার ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হরবিন্দু দত্ত।

উক্ত অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাছু ব্যাপারী, এতে বক্তব্য রাখেন, উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সদ্য বিজয়ী মহিলা মেম্বার নাছিমা বেগম, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার অনুসন্ধানী রিপোর্টার মোঃ রুবেল মিয়া সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।