ব্রাহ্মনবাড়িয়ায় ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী’র স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 23 December 2021, 528 বার পড়া হয়েছে,

করবী চক্রবর্ত্তী: ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার উদ্যােগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও বিজয়ের অনুষ্ঠান পালন করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মনবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র, আ,ম, উবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়ের রাজনৈতিক উপদেষ্টা।
প্রধান আলোচক ছিলেন জনাব ইসমাইল হোসেন রকি, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিযদ।
সভাপতিত্ব করেন করবী চক্রবর্ত্তী, সভাপতি, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুল মান্নান, সভাপতি, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি। শ্রী হরিলাল দেবনাথ, প্রিন্সিপাল, ব্রাহ্মনবাড়িয়া পৌর কলেজ। রিয়াজ উদ্দিন জামি, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। জনাব দেওয়ান মারুফ, কবিও গীতিকার। শ্রী অলক চক্রবর্তী। নাসির আহমেদ খান, সভাপতি চট্টগ্রাম মহানগর। মিলন আচার্য্য, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর। ভারত থেকে আগত শুক্লা রাণী দাস ও আসীম সাহা। সাংবাদিক আদিত্ব্য কামাল, বার্তা সম্পাদক ‘জনতার খবর। কোহিনূর আক্তার প্রিয়া, কর্ণধার প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া। উপদেষ্টা মন্ডলী সদস্য হতে উপস্থিত ছিলেন শ্রী অরবিন্দ দত্ত, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শ্রী গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জনাব আব্দুল মালেক প্রতিষ্ঠাতা গ্রেন্ডে মালেক চাইনিজ রেস্টুরেন্টে ও ঝুমুর হোটেল। ও আনিছুল হক রিপন, প্রতিষ্ঠাতা, অংকুর শিশু কিশোর সংগঠন।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন, জনাব আবদুল মতিন শিপন।
উল্লেখ্য এই অনুষ্ঠানটির মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটির আত্মপ্রকাশ করা হয়।
সভাপতি- করবী চক্রবর্ত্তী। সিনিয়র সহ-সভাপতি- সঞ্জিত কুমার রায়। সহ-সভাপতি- অসীম কুমার পাল। সাধারণ সম্পাদক- সঞ্জয় কুমার দাস। যুগ্ম সাধারণ সম্পাদক- এড. অপরাজিতা দত্ত অপু। সহ-সাধারণ সম্পাদক- সুদ্বীপ্ত সাহা মিঠু। সাংগঠনিক সম্পাদক- জয়নাল আবেদীন।সহ-সাংগঠনিক সম্পাদক- বাবুল মালাকার। অর্থ সম্পাদক- মিল্টন সাহা। তথ্য প্রযুক্তি বিষয়ক- সুব্রত সাহা।দপ্তর সম্পাদক – রাজন কুমার দেব। প্রচার সম্পাদক- শেখ মামুন। মহিলা বিষয়ক সম্পাদক – সোমা সাহা। ধর্ম বিষয়ক সম্পাদক – পন্ডিত প্রবীর চন্দ্র আচার্য্য। সাংস্কৃতিক সম্পাদক – আব্দুল রাহিম। সহ-সাংগঠনিক সম্পাদক – সুব্রত দাস। কোষাধ্যক্ষ – রাজিব কুমার পাল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। শ্রী মিলন আচার্য্য (চট্টগ্রাম), শুক্লা রানী দাস (ভারত), জয়নাল আবেদীন, জান্নাতুল নূর, রাজিব পাল, রাজিব কুমার দেব, মিল্টন সাহা, অপরাজিতা দও অপু, সোমা পাল, সোমা সাহা। লাকী সাহা। যন্ত্রশিল্পী- তবলা শিল্পী – বাবুল মালাকার ও সঞ্জয় কুমার দাস। কি বোর্ড- আব্দুর রাহিম। প্যাড-প্রশান্ত সাহা।