
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী কাইতলা দঃ ইউনিয়নের কাইতলা গ্রামের পশ্চিম পাড়ায় “আন-নূর মডেল মাদ্রাসা” নামে প্রস্তাবিত একটি দ্বীনি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ও এ উপলক্ষে একটি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২ এপ্রিল ) বিকেল ৩ ঘটিকার সময় আন-নূর মডেল মাদ্রাসার সেক্রেটারি জনাব আব্দুল হাকিম মিশকাত এর সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার সভাপতি মোঃ হারুন মহাজন ও সহ-সভাপতি নাজু মিয়ার সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার ক্যাশিয়ার মোঃ ফারুক মিয়া। এরপর বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক জনাব মামুন সরকার। বক্তব্যে তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করেন এবং মাদ্রাসার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। মাদ্রাসার সেক্রেটারি জনাব আব্দুল হাকিম মিশকাত তার বক্তব্যে বলেন, কাইতলা গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এখানে স্কুল, কলেজ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে কিন্তু কাইতলা পশ্চিম পাড়ায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ছিলো না। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন-নূর মডেল মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আজ নিঃসন্দেহে কাইতলা পশ্চিম পাড়া বাসির দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন পূরণ হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন উক্ত মাদ্রাসার প্রধান উপদেষ্টা এম হাসান মাষ্টার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মজিদ মাষ্টার, শাহজাহান মাষ্টার, বশির আহমেদ, সজিব মিয়া, এবি ছিদ্দিক, জসিম উদ্দিন সরকার ও আমজাদ হোসেন,৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক মিয়া ও ৫নং ওয়ার্ডর মেম্বার মাসুদুর রহমান মাসুদসহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আজহার সরকার, শাহরিয়ার বাবু, সুলতান ডাক্তার, জুলহাস মিয়া জামাল সরদার,মোঃ ইসরাইল, আওয়াল মিয়া ও কালু কন্ট্রাকটরসহ প্রমুখ।