ব্রাহ্মণবাড়িয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 10 February 2023, 94 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : বিদ্যুৎ-গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাজী রাজীউর রহমান তানভীরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো.জুয়েল মিয়া, যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান ওবায়দুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব স্বপন আহমেদ, ছাত্র নেতা তাসকিন আহমেদ, সাদ্দাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১০ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা হরিলুট করছে। উপনির্বাচনে হিরো আলমের সাথে দুর্নীতি করে জোরপূর্বক বিজয় ছিনিয়ে নিয়েছে। যার প্রভাব পড়েছে দ্রব্যমূল্যে। জনগণ আজ দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে গেছে। তারা দ্রব্যমূল্যে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসার দাবি জানান।