শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গঠন করা সংগঠন “জেলা অবসর প্রাপ্ত সম্মিলিত সামরিক কল্যান সংস্থা” যার রেজিঃ নং ৮/৮৭১/৮৫/৮৬ ইং এর ২১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে।ক্যাপ্টেন (অবঃ) মোঃ রফিকুল ইসলামকে সভাপতি ও ( অবঃ ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল হককে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন,সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃওয়াহিদ মিয়া-সহ-সভাপতি-১,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান-সহ-সভাপতি-২, সার্জেন্ট (অবঃ)মোঃ মোতাহার হোসেন -সিনিয়র সহ-সভাপতি,সার্জেন্ট (অবঃ)নজরুল ইসলাম- যুগ্ন সম্পাদক,কর্পোরাল (অবঃ)মোঃ আব্দুল মন্নাফ – কোষাধ্যক্ষ, সৈনিক (অবঃ)মোঃ সানু মিয়া-সাংগঠনিক সম্পাদক,কর্পোরাল (অবঃ)আব্দুল বাছেদ-আইন সম্পাদক, সার্জেন্ট (অবঃ)মোঃ বোরহান উদ্দিন- আই টি সম্পাদক,কর্পোরাল (অবঃ) মোঃ আইনুল হক- ধর্ম বিষয়ক সম্পাদক,এল আর (অবঃ) মোঃ আনিছ উদ্দিন খন্দকার- দপ্তর সম্পাদক,সার্জেন্ট (অবঃ) মোঃ সামসুজ্জামান-ক্রিয়া সম্পাদক,সার্জেন্ট (অবঃ) মোঃ রফিকুল ইসলাম অর্থনৈতিক সম্পাদক,সার্জেন্ট (অবঃ) মোঃ আল শরীফ – সমাজ কল্যাণ সম্পাদক,ল্যান্স কর্পোরাল মুক্তিযোদ্ধা (অবঃ) মোঃ মুকবুল হোসেন-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সার্জেন্ট (অবঃ) মোঃ আলমগীর হোসেন কর্মসূচি বিষয়ক সম্পাদক,এল সি পি এস (অবঃ) আলমগীর ওসমান-প্রেস ও প্রচার সম্পাদক,সার্জেন্ট (অবঃ) মোঃ আবুল হোসেন কার্যকরী সদস্য,সার্জেন্ট (অবঃ) মোঃ আবুল খায়ের- কার্যকরী সদস্য এবং কর্পোরাল (অবঃ) মোঃ আবু হানিফ- কার্যকরী সদস্য।ঘোষিত কমিটির সদস্যরা নতুন বছর ২০২৫ আগমন উপলক্ষে পহেলা জানুয়ারী বুধবার দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত করে কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।