আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 22 March 2024, 66 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী বিশেষ অভিযানে চালিয়ে গোপন সংবাদের  ভিত্তিতে আজ (শুক্রবার) সকাল ০৬:৪৫ মিনিটে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে মোঃ বাবুল ভূইয়া (৪৮)  নামের এক মাদক কারবারী কে ৬ (ছয়) কেজি গাঁজা সহ  গ্রেফতার করেছে। আটককৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আমোদাবাদ ২নং ওয়ার্ডের মৃত বাচ্চু ভূইয়ার ছেলে।পুলিশের  উদ্ধৃতি থেকে জানা যায়,আখাউড়া থানার আখাউড়া উত্তর ইউনিয়নের, আমোদাবাদ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আখাউড়া টু সিঙ্গারবিল গামী পাকা রাস্তার উপর থেকে উক্ত আসামীকে উল্লেখিত গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয় । এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম জানান, গ্রেফতারকৃত আসামীর  বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।এবং বিচার কার্জের জন্য  আসামীকে আজ  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।