গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1142984 বার পড়া হয়েছে,
সবচেয়ে শক্তিশালী শব্দ ‘বিশ্বাস’
বিশ্বাসহীন চলা যায় না পথ-
এগোনো যায় না সামনে
নয়তো পিছু হটতে হয়
আসে না চেতনা-
জাগ্রত হয় না দীপ্ত মনোবল।
সবচেয়ে শক্তিশালী শব্দ ‘বিশ্বাস’
এ বিশ্বাস ছিলো বলেই মানুষ আকাশে উড়তে পেরেছে
জয় করতে পেরেছে চাঁদ, মঙ্গল
সূর্য ছাড়িয়েও দেখছে ছায়াপথ নীহারিকা।
বিশ্বাস আছে বলেই মানুষ আবিষ্কার করছে
নব নব প্রযুক্তি
পৃথিবীকে আপন মনের নকশায় করছে এতো সুন্দর
সভ্যতায় গড়ছে শৃঙ্খলিত জীবন।
–উপস্থাপনায়: সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন।