মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : নবাগত জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য খাতের সমস্যাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, জেলার স্বাস্থ্যসেবায় চিকিৎসকের সংকট একটি বড় চ্যালেঞ্জ। নতুন নীতি অনুযায়ী, একজন চিকিৎসক দুই বছরের বেশি একই স্থানে থাকবেন না। তবে বর্তমানে এটি কার্যকর নয়, যার ফলে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসক ধরে রাখা যাচ্ছে না।
তিনি বলেন, “একই স্থানে দুই বছরের বেশি চিকিৎসক না থাকার নিয়ম ঠিকভাবে প্রয়োগ না হওয়ায় স্বাস্থ্যসেবায় স্থবিরতা তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচনী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলোর দিকে গুরুত্ব দেওয়া হবে। তিনি তিনটি সীমান্ত উপজেলা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটের বেহাল দশা দ্রুত সমাধান করা হবে। পলিথিন ও ওয়ান-টাইম প্লাস্টিকের ওপর অভিযান চালানো হবে এবং দখলকৃত খালগুলো উদ্ধারে পানি উন্নয়ন বোর্ড ও সেচ বিভাগের সঙ্গে কাজ করা হবে।
তিনি বলেন, বালুমহালগুলোতে নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন বন্ধ করতে হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জলাশয়গুলো ভরাট না হওয়ার দিকে খেয়াল রাখা হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনওসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনকের সভায় জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং চিকিৎসক নিয়োগ ও স্থায়ী পদ সমস্যা সমাধানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।