ব্রাহ্মবাড়িয়ায় তিন ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 11 February 2023, 104 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম। শনিবার (১১ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধন শেষে সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান ও বীর মুক্তিযোদ্ধ আবু হুরায়রাহ।

এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ এ স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজসক নয়।

তারা স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ করাসহ বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির জোর দাবি জানান।

তারা বলেন, ট্রেন এখানে থামলে তিন হাজারেরও বেশি কর্মজীবী মানুষ ঢাকায় যাতায়াত করতে পারবে। তাদের ঢাকায় বসবাস করতে হবে না।