নিউজ ডেস্ক : মাদক মুক্ত সমাজ গড়ি ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি তিন ধাপে বিপুল উৎসাহ উদ্দিপনায় সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সকালে প্রথম ধাপে স্থানীয় মুক্তমঞ্চ থেকে মাদক বিরোধী র্যালী, দ্বিতীয় ধাপে তিতাস নদীতে নৌকা ভ্রমণ এবং তৃতীয় ধাপে আবি রিভার পার্কে মাদক বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সহ সভাপতি প্রভাষক মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শীল্পপতি কবি দেওয়ান মারুফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়ার নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য, সংগঠনের উপদেষ্টা ও তিতাস বার্তা’র সম্পাদক আব্দুল মতিন সানু, প্রেসক্লাবের সহ সভাপতি ইব্রাহিম খান শাহদাত, পীস ভিশন বাংলাদেশের সভাপতি এডঃ শেখ মোঃ জাহাঙ্গীর ও সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট যাদুশিল্পী জিয়া কারদার নিয়ন।
আলোচনা শেষে এক মনমুদ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের খ্যাতনামা সংগীত শিল্পী ফ্লোরা ও সোহেল রানা সঙ্গীত পরিবেশন করেন। কবি দেওয়ান মারুফের স্বরচিত কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনায় উপস্থিত সবার মন আকৃষ্ট করে।
দিনব্যাপী কর্মসূচি সুন্দর ও স্বার্থক করার জন্য অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সংগঠনের সহ সভাপতি শাহালম বক্স, সদস্য সচিব ও যুগ্ম সম্পাদক রকিবুল হাসান সোহাগ, সদস্য ও সহ সভাপতি এডঃ নবীর হোসেন, সদস্য ও সহ সভাপতি সাংবাদিক হারুন আল রশীদ সদস্য ও সহ সভাপতি হারিছা খাতুন।