বিজয়নগরে বন্যার পানিতে মিলল অজ্ঞাত যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়া, 24 June 2022, 154 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত এক যুবকের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা বন্যার পানিতে মাছ ধরার সময় গেঞ্জি ও প্যান্ট পরা ওই যুবকের লাশ ভাসতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।