কে চেনে তোমায়? 

সাহিত্য, 20 February 2022, 195 বার পড়া হয়েছে,

কে চেনে তোমায়?

রুদ্র মোহাম্মদ ইদ্রিস

***

এতো তাড়া তোমার!

মনে হচ্ছে পাগলা মোষের মতো কাউকে ধাওয়া করলে

কীসের এই প্রতিযোগীতা?

কার জন্য?

কার সাথে?

কে চেনে তোমায়?

তিতাসের পড়শী চাঁদ সওদাগরকে চেনো?

আলাউদ্দিন খাঁ- আল মাহমুদ- ফুলঝুরি খান?

ধীরেন্দ্রনাথ দত্ত কিংবা স্টেশন রোডের জমিলা খালাকে? সফেদ দাঁড়ির মাসূক ভাই

মনে পড়ে?

যে দোয়েলটা দুপুরে শিস দেয় একা

তার কোনো তাড়া নেই

কোনো প্রতিযোগীতা নেই

কোনো পথ মাঠ কিংবা ব্রিজ টপকানোর ঝামেলা নেই।

দোয়েল পাখি- তুমি কি কাউকে চেনো?

অথচ সবাই চেনে তোমাকে।