তারুণ্য -উমর অভি

সাহিত্য, 5 December 2021, 518 বার পড়া হয়েছে,

তারুণ্য

উমর অভি

আমি,
আঠারো পেরুনো তাগড়া জুয়ান,
সাফল্য আমারে করবে বলিয়ান।
বজ্র কন্ঠে মাতওয়ারা, গাই সেই গান,
তাচ্ছিল্য, সমস্ত বাধা সাফল্য আপ্রাণ।

আমি,
কালো রাত দেখেও ভয়হীন,
আঁধারে খুঁজি আলো,বিলীন।
হাতে নিয়ে মশাল আর দূরবীন,
অকুতোভয় মোহসীন নবীন,

আমি
করি ভুল শোধরানোর চেষ্টা,
ভুলের সাগরে মিটে না তেষ্টা,
তবু হারাই না সত্যের পথটা,
দেখতে চাই তারুণ্যের শেষটা,
বয়স পার হলে ত্রিশ টা।