সরাইলে এড. ভাসানী নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 11 October 2023, 55 বার পড়া হয়েছে,

মে. রুবেল মিয়া : আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে উপলক্ষে সরাইলের চুন্টা ইউনিয়নবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. আব্দুল হামিদ ভাসানী।এ চুন্টা ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষ এড. ভাসানীকে সমর্থন জানান।

মঙ্গলবার (১০অক্টোবর) বিকালে উপজেলার চুন্টা ইউনিয়নের ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজি বাহার মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম- মহাসচিব এড. আব্দুল হামিদ ভাসানী। উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য মোবারক হোসেন, স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার আলীর আলী, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, সাবেক মেম্বার আব্দুল লতিফ, সাবেক মেম্বার আক্তার হোসেন, চুন্টা ইউনিয়ন শ্রমিক পার্টির নেতা নুর ইসলাম, চুন্টা ইউনিয়ন জাতীয় মৎস্য পার্টির সভাপতি ফুল মিয়া, সহ-সভাপতি রনি দাস, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, হাজি মালেক মিয়া,মো. মোবারক হোসেন, হাজি আরিজ মিয়া, মো. হিরন মিয়া, মরম আলী প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন চুন্টা ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি মো. জালাল আহম্মেদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এড. আব্দুল হামিদ ভাসানী তার বক্তব্যে বলেন, আমি জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আপনাদের সমর্থনে আমি প্রার্থী হয়েছি। আমি ব্রাহ্মণবাড়িয়া- ২ আসন থেকে বিজয়ী হলে অবহেলিত সরাইল- আশুগঞ্জ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে একটা একটা করে সমাধন করব।আমি যতদিন বেচে আছি, আপনাদের সহযোগিতায় মানুষের কল্যাণে কাজ করতে চাই।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া মারা যান। এতে আসনটি শূণ্য হয়। আগামী ৫ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে এ আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।