শাহরাস্তিতে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন 

সারাদেশ, 1 March 2023, 117 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি : অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র পক্ষে টেলিকনফারেন্সের মাধ্যমে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সুচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোদেজা আক্তার খানম।
বুধবার (১ মার্চ) বিকেল ৪ টায় সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস শাহরাস্তি উপজেলার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্তের উপজেলা নির্বাহী অফিসার) সহকারি কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত স্কাউট সমাবেশ উদ্বোধন হয়।
শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, স্কাউট পতাকা ও ৫ম স্কাউট সমাবেশের পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি,শাহরাস্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার) সহকারি কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেনের ও শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ।
 শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি,  শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,  উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাজী মোঃ রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ লুৎফুর রহমান ভুঁইয়া, জেলা স্কাউট কমিশনার মোঃ শামসুল আলম, চাঁদপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
 এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্কাউট কমিশনার রুহুল কুদ্দুস লিটন, সুচিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব উল্লাহ, শাহরাস্তি উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আক্তার হোসেন।
উল্লেখ্য, ৫ম উপজেলা স্কাউট সমাবেশে শাহরাস্তি উপজেলার মোট ৩৭টি মাধ্যমিক-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছেন। যা আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে।