ব্রাহ্মণবাড়িয়ায় পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণে বার্ষিক সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, 9 June 2022, 213 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ (দ্বিতীয় পর্যায়) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের কান্দিপাড়াস্থ শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়া প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়। এ সময় তিনি বলেন, পুরোহিতরা আগে কোনোদিন সরকারীভাবে আর্থ-সামাজিক প্রশিক্ষনের সুযোগ পায়নি। এই সরকারই প্রথম এ ধরণের সেবা চালু করছেন। মন্দিরে আসা ভক্তরা বিশ্বাস করে অন্যান্য মানুষের চেয়ে পুরোহিতরা বেশি জানে। সেজন্য পুরোহিতদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রকল্প গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূটানের সাবেক রাষ্ট্রদূত বিষ্ণু রায় বলেন, আমরা যদি আমাদের মনুষ্যত্ব বিকশিত করতে পারি তাহলে একসময় দেবত্ব পৌছাতে পারে। তাই বলে আমার আচরণ, কর্ম, পৃথিবীর প্রতি দায়বদ্ধতা সঠিক ভাবে পরিশোধ করলেই ভাল মানুষ হিসেবে পরিণত হব।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, দক্ষতার মাধ্যমে অর্জন করা জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। এসময় তিনি এই প্রশিক্ষকদের সঠিক ভাবে প্রশিক্ষণ দেয়ার কথাও বলেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি এডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, ইলেট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্তী।

এসময় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত ৭৫জন পুরোহিত সেবায়েত উপস্থিত ছিলেন।