ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ আসনে প্রার্থী, ২ আসন ফাঁকা

ব্রাহ্মণবাড়িয়া, 3 November 2025, 13 বার পড়া হয়েছে,

আবদুল মতিন শিপন,ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।

তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হলেও বাকি দুই আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় মনোনীত প্রার্থীরা হলেন
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর): বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুশফিকুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

বাকি দুইটি আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) এ এখনো প্রার্থী ঘোষণা হয়নি।তবে গুঞ্জন আছে, এই দুই আসনে বিএনপি যুগপৎ আন্দোলনের শরীক প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

যদিও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা নমিনেশন প্রত্যাশি ছিলেন, তার নাম চূড়ান্ত তালিকায় না থাকায় নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আলোচনায় রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি প্রার্থী হতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, চারটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তবে সব আসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নামের ঘোষণা শেষে জেলা রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে, এবং আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ভোটারদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে।