রূপম ধরের প্রথম চিত্র প্রদর্শনী

ব্রাহ্মণবাড়িয়া, 16 November 2024, 82 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে যৌথ চিত্রশিল্পীর সমন্বয়ে “Let’s save our planet-Art Exhibition” (চিত্র প্রদর্শনী) ।

এই চিত্র প্রদর্শনীতে থাকছেন রূপম ধর। তিনি বলেছেন, প্রথমবারের মতো কোন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং সে প্রদর্শনী অনুষ্ঠিত হবে আমার নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বর্তমানে আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা করছি, আমার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা , বন্ধুরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আমার আঁকা ছবির প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে ছিল এখন তা বাস্তবায়নের পরিকল্পনা চলছে। আরেকটা বিষয় অনেক আগ্রহ কাজ করছে এই প্রদর্শনীতে শুধুমাত্র আমি একা নই আমার সঙ্গে থাকবে ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা মরিয়ম, মারজিয়া,বোরহান ভাই, সাবা আপু, সাদিয়া এবং মারিয়া। বৈশ্বিক উষ্ণায়নকে থিম হিসাবে নির্ধারণ করেছি, বর্তমান বিশ্বে এর প্রভাব ব্যাপক আকারে বেড়ে গেছে এতে আমরা ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হব তাই সচেতনতা আর একটু বৃদ্ধি করতে “Let’s save our planet” ইহা থিম হিসেবে বেছে নেওয়া। আশা করছি সকালের ভালোবাসা নিয়ে সফলতার সঙ্গে শেষ করতে পারবো চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান।

আগামী ১৮ এবং ১৯ তারিখ রোজ সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে চিত্র প্রদর্শনী এবং ১৮ তারিখ সকাল ১০.৩০ মিনিটে চিত্র প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং এ দুইদিন সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০:৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত।