ব্রাহ্মণবাড়িয়ায় ভিজিটিং কার্ডেও ব্যবহার করা যাবে না পলিথিনের লেমিনেশন

ব্রাহ্মণবাড়িয়া, 27 January 2022, 297 বার পড়া হয়েছে,

লেমিনেটিংয়ে ব্যবহার করা পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় দাওয়াত কার্ড ও ভিজিটিং কার্ডে লেমিনেটিং করা যাবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুদ্রণ শিল্প মালিক সমিতির প্রতিনিধি দলের সাথে আলাপকালে তিনি এই সিদ্ধান্ত জানান।

এসময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, যে কোন প্রকার পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মুদ্রণ শিল্পের সাথে জড়িতদের অনুরোধ করবো তারা যেন দাওয়াত কার্ড, ভিজিটিং ও পোষ্টারে লেমিনেটিং না করেন। যে কোন কাজ নিজের ঘর থেকে শুরু করা উচিৎ। তাই আজ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কোন কার্ড লেমিনেটিং করা হবে না। অন্যান্য অফিস গুলোকেও এ সংক্রান্ত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, এর আগেও পরিবেশ অধিদপ্তর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেটা এমন জোড়ালো ছিল না। জেলা প্রশাসক মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো। গ্রাহকদেরও এই বিষয়ে সহযোগিতা করতে হবে। -সরোদ