নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছে ১২৫ জন

ব্রাহ্মণবাড়িয়া, 21 July 2022, 131 বার পড়া হয়েছে,

নাসিরনগর প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া  : মুজিব শতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতাংশ জমির দলিল নামজারির খতিয়ানসহ ঘর পাচ্ছে ১২৫ টিভূমিহীন পরিবার। দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ঘর।

বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক হল রোমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন জানান, নিঃস্ব ও ভূমিহীনদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাচ্ছে এসব ঘর।আগামীকাল ২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে এ সব উপহার তুলে দেয়া হবে ১২৫ টি পরিবারকে।

তিনি ব্রিফিংয়ে বলেন, এ প্রকল্পের আওতায় ১ ম, ও ২য় ধাপে ৩৯৭ টি পুনর্বাসন করা হয়েছে। আগামীকাল ২১ জুলাই আরো ১২৫ টি পরিবার কে এ উপহার প্রদান করা হবে।আগামীকালের অনুষ্ঠানে ব্রাহ্মণ বাড়িয়ার -১ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য জনাব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।

এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস।