শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা মডেল ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় স্কুলের নিজস্ব মাঠ প্রাঙ্গণে অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মোজাফফর হোসেন তরফদারের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ আবু অহিদের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক রফিকুল ইসলাম রাকিব, ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ নুরুল ইসলাম ও সাবেক মেম্বার মোঃ আনু ভূইয়াসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ব্যাচ পরিধান করিয়ে বিশেষ সম্মান জানানো হয়। ব্যাচ পরিধান শেষে স্কুলের ক্রীড়া শিক্ষক নিলুফা আক্তারের তত্ত্বাবধানে ও অন্য শিক্ষকদের সহযোগীতায় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন ইভেন্টের খেলাধূলা উপভোগ করেন। পরবর্তীতে তারা এবছর বিভিন্ন ইভেন্টে বার্ষিক ত্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান লাভ করা সকল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেনীর ছাত্র তামিম চৌধুরীর হাতে জেলা পর্যায়ে বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতায় তৃতীয় স্হান লাভ করে পাওয়া বিশেষ সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিনিয়র শিক্ষক মাকসুদা পারভীন, মুতাসিম বিল্লাহ, পেয়ারা বেগম, ফাতেমা বেগম,সাহিদা আক্তার,ফায়জুল আলম, আল আমিন, মুস্তাকিম মোল্লা, মনির মিয়া, মানিক মিয়া, রাসেল আহমেদ ও কাজল বেগমসহ সকল সম্মানিত শিক্ষকবৃন্দরা উপস্হিত থেকে অনুষ্ঠান পরিসমাপ্তি করেন।