নবীনগরে সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 6 July 2023, 113 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক পারাপার হতে গিয়ে সিএনজি চালিত অটো রিকশা চাপায় সাহেরা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
মঙ্গলবার (০৪ জুলাই) রাতে উপজেলা নাটঘর ইউনিয়নের কুড়িঘরে মহেশ রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই এলাকার মৃত খালেক মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, সাহেরা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাহারা খাতুনকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, সিএনজি চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।