নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া, 15 April 2023, 186 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক কমিটি গঠন হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের কোর্ট রোডস্থ তরী’র অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক ঘাতক দালাল নির্মূল কমিটি ও সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন শামীম আহমেদকে আহবায়ক করে এগারো সদস্যের কমিটি ঘোষণা করেন।
অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে নাফিজ আহমেদ সেলিম, খালেদা মুন্নী, শিপন কর্মকার, মো. মোস্তফা দেলোয়ার, হৃদয় কামাল, খায়রুল কবির, সুশান্ত পাল, খায়রুজ্জামান এমরান, নাজমুল খান ও সোহেল আহাদ। কমিটি ঘোষণার পর কবি জয়দুল হোসেন নদী ও প্রকৃতি  সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নদী মাতৃক বাংলাদেশ নদী দখল-দূষণ, ভরাট, ভাঙ্গনের কারণে অস্তিত্ব সংকটে। সংকট মোকাবেলায় দেশের সচেতন নাগরিকদের নিয়ে জনসচেতনতার লক্ষ্যে এবং রাষ্ট্রের নদী রক্ষা নীতিমালার সঠিক বাস্তবায়নের পক্ষে কাজ করবে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন “তরী” । সমাজের ব্যাপক মানুষকে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনে যুক্ত করা আমাদের সকলের দায়িত্ব। দেশ ও সমাজের উন্নয়নের পাশাপাশি নদী ও নদী নির্ভর মানুষের জীবন মান উন্নয়নে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত মনে প্রাণে ধারণ করে নদী ও প্রকৃতি সুরক্ষার পাশাপাশি শব্দ দূষণ, বায়ুদূষণ রোধে পুকুর জলাশয়, খাল-বিল, হাওড়-বাওড় সর্বোপরি পরিবেশ সুরক্ষায় কাজ করবে “তরী”। পাশাপাশি পাড়া-মহল্লা, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
এরূপ সাধারণ ঘোষণাকে সামনে রেখেই নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন “তরী” নামে একটি সংগঠন গঠিত হয়েছে।