সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক ও ইফতার বিতরণ করলেন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’

ব্রাহ্মণবাড়িয়া, 30 April 2022, 214 বার পড়া হয়েছে,

আদিত্ব্য কামাল : প্রায় একশ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার করেছেন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুক ভিত্তিক সামাজিক একটি গ্রুপ। একই সঙ্গে তারা শিশুদেরকে ঈদের পোশাক বিতরণ করেন।

শুক্রবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার স্মৃতি চাইনিজ রেষ্টুরেন্টে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন করে গ্রুপটি।

হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া গ্রুপটির পক্ষ থেকে ‘তাসনিয়া কাইয়ূম জ্যোতি’ জানান, সুবিধা বঞ্চিত শিশুদের তারা ইফতার ও ঈদের পোশাক উপহার দিতে পেড়ে তারা যে আনন্দ পেয়েছে এটিই এই গ্রুপের স্বার্থকতা বলে তিনি জানালেন। তিনি আরো জানান, এই আয়োজনটি সফল করতে ফেসবুকের মাধ্যমে অনেক হৃদয়বান সতীর্থরা তাদের সহায়তা করেছেন।

এছাড়া সামাজিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়ি ২য় রোজাতে এতিম খানায় ১৫০ জন বাচ্চাদের মাঝে কাপড় ও ইফতার বিতরন করছেন।

অতিমারী করোনা’র সময় থেকে শুরু করে সব সময় সামাজিক সংগঠন হিসাবে কাজ করে আসছে এ সংগঠনটি। সুস্থ চিন্তার উদ্ভাবক হিসাবে কাজ করে হৃদয় ব্রাহ্মণবাড়িয়া পরিবার।