ধর্ষণ, খুন, মাস্তানিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কুখ্যাত হয়ে উঠা ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে সারাজীবন কারাবাসেই কাটাতে হচ্ছে।
দুই দশক আগে নিজের ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের অপরাধে, সোমবার পাঞ্জাবের পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে যাবজ্জীবন জেল সাজা দিয়েছে।
একই অপরাধে আরো চার জনকেও যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এরা হলেন জসবীর সিং, সবদিল সিং, কৃষাণলাল এবং ইন্দ্র সাইকে।
যাবজ্জীবন কারাবাসের সাথেই রাম রহিমকে জরিমানাও করা হয়েছে। আদালত জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই রণজিৎ সিংকে হত্যা করেন বিতর্কিত এই ধর্মগুরু।
গত ৮ অক্টোবর ডেরা সাচ্চা সৌদার প্রধান এবং আরও চারজনকে রঞ্জিত হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়। রাম রহিমের মুক্তির আবেদনও ফিরিয়ে দিয়েছে আদালত।
দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ইতিমধ্যে তাঁকে ২০ বছর জেল সাজা খাটছেন। আর, সাংবাদিক খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং। এবার ডেরা প্রধানের বিশ্বস্ত অনুচর রঞ্জিত সিং হত্যা মামলায় যাবজ্জীবন পেলেন তিনি।
২০১৭ সালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হবার পর থেকে রাম রহিম রোহতক জেলার সুনারিয়া কারাগারে বন্দি রয়েছেন। সবশেষ সাজার পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
২০০২ সালে রাম রহিমের সিরসার আশ্রমে গুলি করে খুন করা হয় ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে। ডেরার অন্দরমহলে নারীদের যৌন নির্যাতন করা হতো।
এ নিয়ে গোপন প্রচারাভিযান শুরু করেছিলেন রঞ্জিত। সেই সন্দেহেই তাঁকে রাম রহিমের নির্দেশে খুন করা হয়। সিবিআই’র অভিযোগপত্র এমনটাই দাবি করা হয়।