হবিগঞ্জের টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিম চ্যাম্পিয়ন

ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2024, 8 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : হবিগঞ্জ জেলার উমেদনগরে শেখ দাগু নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে দুপুরে উমেদনগর বড় মাঠে ঐতিহ্য যুব সংসদের উদ্যোগে ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী পশ্চিম বুল্লা সুপার এলিভেন ঢাকাকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়।

পাওয়ার অব ইউনিটি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিমের ম্যানেজার শেখ আশিকুর রহমান পিয়াস প্রতিবেদককে দলের জয়ের বিষয়টি নিশ্চিত করেন৷

জানা যায়, উমেদনগর নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী পশ্চিম বুল্লা সুপার এলিভেন ঢাকা ১৫ ওভাবে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের টার্গেট দেন হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিমকে। ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিমকে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫১ করে চ্যাম্পিয়ন হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, পাওয়ার অব ইউনিটি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিমের ম্যানেজার ও পাওয়ার অব ইউনিটির সদস্য সচিব মো. তারেকুল ইসলাম তারেক সহ ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিমের অন্যান্য সদস্যরা।