কুমিল্লা-সিলেট  মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সংস্কার কাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়া, 23 August 2024, 48 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সার্বিক তত্বাবধানে  কুমিল্লা – সিলেট মহাসড়কের   ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে কাউতুলি মোড় পর্যন্ত সংস্কার কাজ শুরু হয়েছে। শুক্রবার ২৩ আগস্ট সকালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা: আবু সাঈদ সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন , হাসপাতালের সামনে ,গ্যাস ফিল্ডের সামনে ,বাইপাস মোড়ের অংশের অবস্থা বেশি খারাপ ।আমাদের যতটুক সামর্থে কুলায় আমরা চেষ্টা করবো রাস্তাটি সংস্কারের। প্রায় প্রতিদিনই এ রাস্তায় ছোট বড় দূর্ঘটনা ঘটছে। প্রতিনিয়তই সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় পতীত হয়ে মানুষ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজেসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ সময় তিনি বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার এ অংশটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। আমরা চেষ্টা করবো মানুষের যাতায়াতকে নির্ভিন্ন করতে যতটুকু সম্ভব কাজ করে যাওয়া। তিনি  আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং কলেজের শিক্ষার্থীরা আমাদের সার্বিক সহযোগিতা করছে। এ সময় রাস্তার সংস্কারে সার্বিক দায়িত্ব পালন করছে রাজু আহমেদ। আপাতত ইট এবং ভাঙ্গা সুরকি দিয়ে রাস্তা সমান করা হচ্ছে।একজন আরেকজনকে সাহার্য সহযোগিতা করলে মানুষিক বল পাওয়া যায়, একতাই শক্তি। আশা করি আমরা সবাই মিলে সুন্দরভাবে সংস্কারের কাজটি সম্পাদন করতে পারবো।