নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 23 April 2023, 154 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিষয়টি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান আছে। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় তারা খাস জমিটি দখলে নিতে যায়। এ সময় উভয় পক্ষ সরকারি জায়গা নিজেদের বলে দাবি করে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জামাল মিয়া টেঁটা বিদ্ধ হয়ে মারা যান।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মরম মিয়া, বিলকিস বেগম, মারাজ মিয়া, মনোয়ারা বেগম, সাগর মিয়া, জুরু মিয়া, সারু মিয়া, উজ্জ্বল মিয়া, সাগর মিয়া, রমজান মিয়া, জিলু মিয়া, জানু মিয়া, রাজিব মিয়া, ইদ্রিস মিয়া, শফিক মিয়ার নাম জানা গেছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লা সরকার জানান, সরকারি খাস জমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রব মিয়ার পক্ষের জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।