ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে এক ক্লিনিক বন্ধ, দুইটিকে ৯০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 31 August 2022, 133 বার পড়া হয়েছে,

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয়দিনের মতো অভিযান চালানো হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকার কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার সাখওয়াত তানভীর।

অভিযান চলাকালে অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কুমারশীল মোড়ের নবজাতক শিশু ও জেনারেল হাসপাতল এবং পাইকপাড়ার বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রেজিস্টার্ড চিকিৎসক না থাকায় শহরের জেল রোডের দি ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, ক্লিনিক দুটির অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।