সুহিলপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 11 February 2023, 105 বার পড়া হয়েছে,
এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে সুহিলপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে  শান্তিপূর্ণ -সমাবেশ অনুষ্ঠিত হযেছে। আজ  দুপুরে  ঢাকা- কুমিল্লা মহাসড়কে সামনে সমাবেশ ও মিছিল করেন ইউনিয়ন  যুবলীগের  নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন  যুবলীগের আহবায়ক মাহিন খন্দকার   সমাবেশে বক্তব্য রাখেন  সদর উপজেলা যুবলীগ নেতা এহসানুল হক রিপন ,   ইউনিয়ন যুবলীগের  যুগ্ন আহবায়ক ইয়াসিন মিয়া, যুগ্ন আহবায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহবায়ক এডভোকেট মোশাররফ হোসেন সামি,  যুগ্ন আহবায়ক ইকবাল মোল্লা, যুগ্ম আহবায়ক  আবদুর ছালাম, যুগ্ন আহবায়ক ইকবাল সরকার,ইউনিয়ন আওয়ামীগের প্রচার সম্পাদক মোঃ রিপন,  ইউনিয়ন সেচ্চাসেবক লীগের সভাপতি তানজু, ওয়ার্ড কমিটির সভাপতি জীবন খন্দকার, যুবলীগ নেতা মনির ভুঁইয়া, যুবলীগ নেতা এমরান হোসেন, ইউনূস মিয়া,সহ ইউনিয়ন যুবলীগের নেতারা।
সুহিলপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক  মাহিন খন্দকার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি ও জামায়াত যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য যুবলীগের  নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। যদি নৈরাজ্য সৃষ্টি করে তাহলে শক্ত হাতে প্রতিহত করা হবে।’ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নাযক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কের দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।  সমাবেশ শেষে মিছিল নিয়ে এলাকা পদক্ষিণ করে। মিছিলে  সুহিলপুরের নেতাকর্মীরা  অংশ নেয়।